২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৬

পুঠিয়ায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

পুঠিয়ায় বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বেপরোয়া এক বাসের ধাক্কায় জুলফিকার আলী ভুট্টু (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন। সোমবার সকালে বাসের ধাক্কায় গুরুতর আহত হন ভুট্টু। পরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ভুট্টু নাটোরের সিংড়া উপজেলার ধোপাপাড়া গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন তিনি। সোমবার সকালে পুঠিয়া উপজেলা সদরে ওষুধ কিনতে এসে ত্রিমোহনী বাজারে দুর্ঘটনার কবলে পড়েন তিনি।

পবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ সার্জেন্ট মনির হোসেন জানান, সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়ক পারাপারের সময় ঢাকাগামী দেশ ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস স্কুলশিক্ষক ভুট্টুকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক থাকায় কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তি না নিয়ে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর