২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৩৯

রাজশাহীতে লিফলেটসহ জেএমবি সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী:

রাজশাহীতে লিফলেটসহ জেএমবি সদস্য আটক

প্রতীকী ছবি

রাজশাহীতে জিহাদি বই ও লিফলেটসহ আনসার ওরফে তালহা ওরফে মামুন (৩৬) নামে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাব। রবিবার রাত ১১টার দিকে জেলার গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট রেল স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক আনসার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার হাটবাড়ি গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

সোমবার র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৫ সালের দিকে আটক আনসার নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবিতে যোগ দেয়। এরপর সে ধীরে ধীরে জিহাদের প্রতি উদ্বুদ্ধ হয়ে ওঠে। তাকে আটক করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করলে সে এলাকা ছেড়ে পালিয়ে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকতে শুরু করে।

রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ জিহাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫ এর স্কোয়াড্রন লীডার কেবিএম মোবাশ্বের রহিম জানান, বর্তমানে তাকে র‌্যাব ক্যাম্পে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে থানায় মামলা করা হবে।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর