২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:৪৪

মেঘনার ডুবচরে শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ফেরি কনকচাঁপা

লক্ষ্মীপুর প্রতিনিধি:

মেঘনার ডুবচরে শতাধিক যাত্রী নিয়ে আটকা পড়েছে ফেরি কনকচাঁপা

লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট সংলগ্ন মেঘনার ডুবচরে শতাধিক যাত্রী নিয়ে ভোলাগামী ফেরি কনকচাঁপা আটকা পড়ে আছে। ফেরিতে ট্রাক, বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসহ ১৫টি যানবাহন রয়েছে। ঘন কুয়াশার কারনে (আজ) সোমবার ভোর ৪ টায় ডুবচরে আটকা পড়ার পর বেলা ১২ টায় এ প্রতিবেদন লেখার সময়ও ফেরিটি আটকা ছিল। ফেরিটি বিকেল ৩টা পর্যন্ত জোয়ার আসার অপেক্ষায় রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

ফেরি কনকচাপায় আটকে থাকা যাত্রীরা বাংলাদেশ প্রতিদিনকে জানান, কখন ফিরবেন তারা এ নিয়ে হতাশায় রয়েছেন সবাই।

কনকচাপার ভারপ্রাপ্ত মাষ্টার চালক আব্দুস সালাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, মজু চৌধুরীর হাট ফেরি ঘাট থেকে ফেরিটি ছেড়ে ভোলার উদ্দেশ্যে রওনা হন তারা। এসময় ঘন কুয়াশার কারনে লক্ষ্মীপুর চ্যানেল এলাকার ডুবচরে আটকা পড়ে ফেরিটি। বিকেল ৩টার দিকে নদীতে জোয়ার আসলে হয়তো ফেরিটি ভাসবে আর তারা গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর