Bangladesh Pratidin

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:০৪ অনলাইন ভার্সন
নওগাঁয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা
নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

'নিরাপদ প্রাণিজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ্য সবল মেধাবী জাতি' স্লোগানে নওগাঁয় প্রাণিসম্পদ সেবা সপ্তাহ পালিত হয়েছে।

সোমবার সকালে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে শহরের মুক্তির মোড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তাজের মোড়ে এসে শেষ হয়। প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে আয়োজিত র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো: আব্দুল মালেক।

নওগাঁর জেলা প্রশাসক ড. মোঃ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মোজাম্মেল হক, সদর উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল বারী, জেলা পশু সম্পদ কর্মকর্তা মোঃ আব্দুস সালাম সোনার, সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহফুজার রহমান প্রমুখ। সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণীসম্পদ অফিস চত্বরে ১০টি স্টল স্থাপন করা হয়েছে। স্টলে ব্রাহমা জাতের গরু, টার্কি, তিতিরসহ বিভিন্ন প্রজাতির পাখি, কবুতর এবং সৌখিন পাখির প্রদর্শনির আয়োজন করা হয়। প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ মেলার ষ্টল পরিদর্শন করেন এবং পরে শহরের মরছুলা উচ্চ বিদ্যালয়ে প্রায় ৬ শতাধিক ছাত্র-ছাত্রীকে স্কুল ফিডিং ডিম খাওয়ানো হয়।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow