২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৩০

পাটগ্রামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

রেজাউল করিম মানিক, লালমনিরহাট:

পাটগ্রামে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

'এবার আওয়াজ তুলুন, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাড়ান'- এই প্রতিপাদ্য নিয়ে আজ সোমবার লালমনিরহাটের পাটগ্রামে র‌্যালি, আলোচনা সভা ও গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টায় দুদক ও টিআইবি’র আয়োজনে দুর্নীতি বিরোধী একটি র‌্যালি বের হয়ে শহরের চৌরাঙ্গী মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

পাটগ্রাম উপজেলা নিবার্হী কর্মকর্তা নুর কুতুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন দুদক কমিশনার ড. নাসির উদ্দিন আহমেদ। অন্যন্যের মধ্যে লালমনিরহাট জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলা উদ্দিন খান, পুলিশ সুপার এসএম রশিদুল হক, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীরপ্রতীক, পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুলসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয়। পরে দুদক ও টিআইবির যৌথ আয়োজনে গণশুনানি অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, সাব রেজিস্ট্রি ও হিসাবরক্ষণ অফিসসহ ১০টি দপ্তর থেকে নাগরিক সুবিধা নিশ্চিতে জনসাধারণকে কোন রকম হয়রানি করা হয় কিনা, সে ব্যাপারে মুখোমুখি শুনানি করা হয়। মুখোমুখি শুনানিতে ওইসব দপ্তরের কর্তা ব্যক্তিরা ভুক্তভোগিদের রোষানলে পড়েন। শুনানীতে উপজেলার এসব দপ্তরের ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও জনসাধারণকে হয়রানি করার চিত্র উঠে আসে। অনুষ্ঠানের প্রধান অতিথী দুদক কমিনার এই ১০টি দপ্তরের কর্মকর্তাদের সর্তক করে দিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে বলে উপস্থিত জনসাধারণকে জানান। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর