২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:৩৭

প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে আটক নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

আব্দুর রহমান টুলু, বগুড়া:

প্রধানমন্ত্রীর জনসভাস্থল থেকে আটক নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ

রবিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বগুড়ার শান্তাহার স্টেডিয়ামের জনসভাস্থল থেকে আটক ফারহানা হায়দার মল্লিক (৩৫) নামের ওই নারীকে ছেড়ে দেয়া হয়েছে। সে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার শাহারপুকুর এলাকার হায়দার মল্লিকের স্ত্রী। 

পুলিশ জানায়, বিকালে সাড়ে ৪টায় আটকের পর আদমদিঘি থানা হেফাজতে নিয়ে তাকে জিঙ্গাসাবাদ করেন পুলিশ কর্মকর্তারা। এসময় ওই নারী পুলিশ কর্মকর্তাদের জানান, প্রধানমন্ত্রীকে দেখে আবেগ আপ্লুত হয়ে তার পা জড়িয়ে ধরেন তিনি। এখানে তার অন্য কোন উদ্দেশ্য ছিল না। এরপর পুলিশ রবিবার রাতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) এর অনুমতিক্রমে তাকে থানা থেকে ছেড়ে দেয়া হয়। এ ঘটনায়  থানায় জিডি করা হয়েছে। 

বগুড়ার আদমদিঘি থানার ওসি শওকত কবির জানান, এসএসএফ আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছিল। আমরা তাকে জিঙ্গাসাবাদ করেছি। আওয়ামী লীগ কর্মী হিসেবে তার দাবি সঠিক। তাই এসএসএফ’র অনুমতিক্রমে তাকে রাতেই ছেড়ে দেয়া হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর