২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ১৮:০৫

ইভটিজিং ঠেকাতে ভ্রাম্যমান আদালতের ছদ্মবেশে অভিযান

ফেনী প্রতিনিধি:

ইভটিজিং ঠেকাতে ভ্রাম্যমান আদালতের ছদ্মবেশে অভিযান

ফেনীতে ইভটিজিং ঠেকাতে ভ্রাম্যমান আদালত ছদ্মবেশে অভিযান পরিচালনা করেছে।

সোমবার দুপুরে শহরের শাহীন একাডেমি স্কুল এন্ড কলেজের সামনে এ অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় ১০ যুবককে আটক করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

আদালত সূত্রে জানাযায়, অভিভাবকদের অভিযোগের ভিত্তিতে স্কুল ছুটির সময় বিভিন্ন দোকানের সামনে ছদ্মবেশে অবস্থান নেন ভ্রাম্যমান আদালতের একটি দল। এসময় মেয়েদের পিছু নেওয়া কামরুল হাসান, জাবেদ, শুভ, নাঈম, রাকিব, মনির ও রবিনসহ ১০ যুবককে হাতে নাতে আটক করেন। পরে স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ একরামুল হকের উপস্থিতিতে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়। 

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর