২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ২২:৩১

কক্সবাজারে পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, সর্দার গ্রেফতার

অনলাইন ডেস্ক

কক্সবাজারে পুলিশ-জলদস্যু বন্দুকযুদ্ধ, সর্দার গ্রেফতার

কক্সবাজারের মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চাইল্ল্যাতলী-মাতারবাড়ি সংযোগ সড়কের দারা খালস্থ মাঝের চরঘোনায় পুলিশের সাথে জলদস্যু বাহিনীর বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে পুলিশের দুই এসআই, ৪ পুলিশ আহত ও এক ভিডিপি সদস্য আহত হয়েছে। একই সময় গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ জলদস্যু সর্দার জয়নাল আবেদীন ঝুনুকে গ্রেফতার করা হয়।

সোমবার রাত সাড়ে আটটায় একদল জলদস্যু ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

একই সময়ে উদ্ধার করা হয়েছে ৩টি দেশি লম্বা বন্দুক, ৩টি থ্রি কোয়ার্টার রাইফেল, ৩টি কাটাবন্দুকসহ ৩০ রাউন্ড কার্তুজ।

এ ঘটনায় আহতরা হলেন মহেশখালী থানার এসআই ফখরুল ইসলাম ও মিনহাজ, এএসআই জাহাঙ্গীর আলম ও কনস্টেবল মিথুন ভৌমিক এবং ভিডিপি সদস্য বিষু শর্মা।

আটক ঝুনু কালারমারছড়া ইউপি’র উত্তর নলবিলা গ্রামের আব্দুল গনির ছেলে।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, গ্রেফতার হওয়া ঝুনুর বিরুদ্ধে খুন, ডাকাতি, হত্যা মামলাসহ প্রায় ৬-৭টি মামলা রয়েছে। তাকে পুলিশ হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতি আইনে নতুন করে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর