২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১০:৩১

পরিবহন ধর্মঘটে বরিশালে অচলাবস্থা

নিজস্ব পতিবেদক, বরিশাল:

পরিবহন ধর্মঘটে বরিশালে অচলাবস্থা

সড়ক দুর্ঘটনার মামলায় পরিবহন শ্রমিকের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে সারা দেশের মতো বরিশালেও অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে শ্রমিকরা।

মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এই কর্মবিরতি শুরু করেন তারা। এর ফলে বরিশাল নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং রূপাতলী বাস টার্মিনাল থেকে অভ্যন্তরীন এবং দূরপাল্লার রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে মালবাহী ট্রাক এবং জ্বালানীবাহী ট্যাংক-লরিও।

পরিবহন শ্রমিকরা কর্মবিরতি শুরু করায় বাস-ট্রাক বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছে যাত্রী এবং ব্যবসায়ীরা। নির্দিষ্ট গন্তব্যে যেতে না পেরে বিপাকে পড়েছে সাধারণ যাত্রীরা। এছাড়া পণ্য পরিবহন বন্ধ থাকায় ব্যবসায়ীরা পণ্য সংকটের আশংকা করছেন। ফিলিং স্টেশনগুলোতেও জ্বালানী সরবরাহ বন্ধ থাকায় জ্বালানী সংকটেরও আশংকা করছেন সংশ্লিষ্টরা।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন জানিয়েছেন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বানে সারা দেশে একযোগে এই কর্মবিরতি শুরু হয়েছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর