২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১১:০৫

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

অনলাইন ডেস্ক

সাতক্ষীরায় মুক্তিযোদ্ধাকে পিটিয়ে হত্যা, গ্রেফতার ৪

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা আবুল কামাল আজাদকে পিটিয়ে হত্যা করেছে দেনাদার মোমিনুল ইসলাম। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে গ্রেফতার করেছে।

সোমবার রাত ৯ টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা বাজারে এ ঘটনাটি ঘটে।

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা গ্রামের মৃত আব্দুল হামিদে ছেলে। গ্রেফতারকৃতরা হলো একই গ্রামের মোমিনুল ইসলাম, ওয়াদুদ, মুন্না হোসেন ও মো: রনি।

নিহত মুক্তিযোদ্ধার ছেলে আক্তারুল ইসলাম জানান, তার পিতার ঘোনা বাজারে একটি রড সিমেন্টের দোকান আছে। স্থানীয় মোমিনুল তার পিতার দোকান থেকে প্রায় লক্ষাধিক টাকার মালামাল বাকি নেয়। সে টাকা দিতে নানা সময় টালবাহানা করতে থাকে। সোমবার রাত ৯ টার দিকে ঘোনা বাজারে তার পিতা মোমিনুলের কাছে পাওনা টাকা চায়। এতে মোমিনুল ক্ষিপ্ত হয়ে তার পিতাকে বেধম মারপিট করে আহত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় তিনি বাদি হয়ে সাতজনকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ চারজনকে গ্রেফতার করে নিয়ে আসে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ হোসেন মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সাথে জড়িত চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর