২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৪:০৮

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

অনলাইন ডেস্ক

নাটোরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একই ট্রাকের হেলপার জুয়েল মিয়া (২৮)।

আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে উপজেলার কদমচিলান এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
 
নিহত ফারুক হোসেনের ঠিকানা জানাতে পারেনি পুলিশ। তবে আহত জুয়েল মিয়া পাবনার ঈশ্বরদী উপজেলার সরাথালদিয়া গ্রামের সমসের আলীর ছেলে বলে জানা গেছে। তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিএম সামসুন নুর জানান, সকালে ঈশ্বরদী থেকে পণ্যবোঝাই ট্রাক নিয়ে বনপাড়ার দিকে যাচ্ছিলেন ফারুক ও জুয়েল। পথে কদমচিলান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তাদের ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বনপাড়াগামী ট্রাকের চালক ফারুক হোসেন। এসময় আহত হন একই ট্রাকের হেলপার জুয়েল মিয়া।
 
ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ট্রাক দু’টি আটক করা হয়েছে। এই ঘটনায় মামলা করা হচ্ছে।

বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৭/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর