২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৬:৫২

নওগাঁ থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ থেকে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফাইল ছবি

নওগাঁর পোরশা উপজেলার নিতপুর সীমান্ত এলাকা থেকে আবুল কালাম (৩০) ও রাকিব হোসেন (৩২) নামে দুই বাংলাদেশীকে রাখালকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

মঙ্গলবার দুপুরের দিকে পতাকা বৈঠক শেষে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।

আটককৃত আবুল কালাম উপজেলার কালাই গ্রামের শহিদুর রহমান ও রাকিব হোসেন বটতলি গ্রামের মৃত ভোলার ছেলে।

বিএসএফের বরাত দিয়ে নওগাঁ-১৪ বিজিবির কমান্ডিং অফিসার মোহাম্মদ আলী রেজা জানায়, ভোর রাতের দিকে ওই দুইজন রাখাল গরু আনতে ভারত-বাংলাদেশ সীমান্তের জিরো লাইনে যায়। এ সময় বিএসএফের একটি স্পেশাল টিম তাদের ধরে ভারতের স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করে। মঙ্গলবার দুপুরের দিকে তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে ভারতীয় আইনে মামলা হয়েছে বলেও জানায় বিজিবি।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর