Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৭:১৭ অনলাইন ভার্সন
আপডেট :
কলাপাড়ায় পটকা মাছ খেয়ে তিন জেলে গুরুতর অসুস্থ
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

কলাপাড়ায় পটকা মাছ খেয়ে তিন জেলে গুরুতর অসুস্থ

পটুয়াখালীর কলাপাড়ায় পটকা মাছ খেয়ে তিন জেলে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। সাগরে মাছ শিকার করার সময় তাদের জালে চারটি পটকা মাছ আটকা পড়ে।

এসব মাছ রান্না করে খাওয়ার পর তারা আসুস্থ হয়ে পড়েন।

মঙ্গলবার সকালে জেলে রামদাস (৫০), প্রকাশ মন্ডল (৩৫) ও প্রভাস মন্ডলকে (৩০)  কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ জেলেদের  বাড়ি সাতক্ষীরার মারিউলা গ্রামে বলে জানা গেছে।

অসুস্থ জেলেদের সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে মাছগুলো রান্না করে খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর তীরে এসে প্রাথমিক চিকিৎসা নেন। অবস্থার অবনতি হলে স্থানীয়রা তাদেরকে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসে।

অসুস্থ জেলে রাম দাস জানান, দীর্ঘদিন ধরে তারা সাগরে মাছ শিকার করছে। এর আগেও ৪/৫ বার এ মাছ রান্না করে খেয়েছি। তখন কিছুই হয়নি।

কলাপাড়া হাসপাতালের মেডিকেল আফিসার ডা. জে.এইচ.খান লেলীন জানান, বর্তমানে ওই জেলেরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আশা করি তারা সুস্থ হয়ে যাবে। এ মাছের মাথার কাছে বিষের গ্রন্থি থাকে।   যা শরীরের জন্য ক্ষতিকর। বিষাক্ত হওয়ায় এটা খাওয়া উচিত নয়। এর আগে পটকা মাছ খেয়ে অনেকে মারা গেছে বলে তিনি জানিয়েছেন।

বিডি-প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি, ২০১৭/মাহবুব

আপনার মন্তব্য

up-arrow