২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ১৯:৩৭

মুন্সীগঞ্জের ৩ ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের ৩ ইট ভাটায় ৩ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত ৩টি অবৈধ ইটের ভাটায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা করেছে। উপজেলার মামুন ব্রিক ম্যানুফ্যাকচারিং ,হামিদ ব্রিক ম্যানুফ্যাকচারিং এবং কেয়াইন ইউনিয়নে নসিব ব্রিক ফিল্ড এর মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইট ভাটা ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৪ ধারা অনুসারে ১ লক্ষ টাকা করে মোট ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। আজ দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় সহযোগীতা করেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সজিব কুমার ঘোষসহ সিরাজদিখান থানা পুলিশের একটি চৌকস দল। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম জানান, নোটিশ দেওয়ার পরও তারা জেলা প্রশাসকের নিকট থেকে সরকারী লাইসেন্স নেননি। তাছাড়া পরিবেশ অধিদপ্তর থেকেও পরিবেশ ছাড়পত্র নেয়নি এবং জিকজাক পদ্ধতিতে ভাটা স্থাপন করেননি। সম্পূর্ন অবৈধভাবে এসব ইট ভাটা চালছিল।  তারা অপরাধ স্বীকার করেছে। ফায়ার সার্ভিসের মাধ্যমে ভাটার আগুন নিভিয়ে দেওয়া হয়েছে।


বিডি প্রতিদিন/২৮ ফেব্রুয়ারি ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর