Bangladesh Pratidin

প্রকাশ : ৬ মার্চ, ২০১৭ ১৭:৫৩ অনলাইন ভার্সন
প্রধানমন্ত্রীর সফর
লক্ষ্মীপুরে জনসভার মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় নেতারা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে জনসভার মাঠ পরিদর্শনে কেন্দ্রীয় নেতারা

আগামী ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার লক্ষ্মীপুর সফর উপলক্ষ্যে জনসভার মাঠ পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসন। এসময় জেলা আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।

সোমবার বিকেলে জেলা স্টোডিয়াম মাঠে দলীয় বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিঙ্কুর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম। বিশেষ অতিথি ছিলেন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।

এছাড়াও সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য এক এম শাহজাহান কামাল, আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শামছুল ইসলাম, জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান, পুলিশ সুপার আ সম মাহতাব উদ্দিন, জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, পৌর মেয়র এম এ তাহের, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা যুবলীগের আহবায়ক এ কে এম সালাহ উদ্দিন টিপুসহ জেলা  ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, নির্বাচনের আগাম প্রচারণা নয়, জেলা আওয়ামী লীগ আয়োজিত দলীয় একটি জনসভায় সরকারের সফলতা অর্জন ও রাজনৈতিক বক্তব্য এবং জেলার বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ডের উদ্বোধন ও ভিত্তি প্রস্থর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow