Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ১৫:৩৮ অনলাইন ভার্সন
আপডেট :
লালমনিরহাটে ট্রাক থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ
লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে ট্রাক থেকে ফেলে যুবককে হত্যার অভিযোগ

লালমনিরহাট সদর উপজেলার এয়ারপোর্ট এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে নাজমুল হোসেন(১৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার সকাল ৬টায় লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত নাজমুল হোসেন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের নওটা শৈলাবাড়ি গ্রামের নুরুল হকের ছেলে।

নিহতের বাবা নুরুল হক জানান, লালমনিরহাটের ধরলার ডান তীর রক্ষা বাঁধের নির্মাণ কাজে ড্রোলরেজার মেশিনের সহকারী চালক নাজমুল কয়েক দিনের ছুটিতে তার বাড়ি সিরাজগঞ্জে যায়। ছুটি শেষে সোমবার বিকেলে কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে বের হয়। সে ট্রাকে করে লালমনিরহাট আসছিলেন বলে তার সহকর্মী এনামুল জানান। পথিমধ্যে তাকে মেরে ফেলার উদ্দেশ্যে ট্রাক থেকে ফেলে দেয়া হয়।

লালমনিরহাট পুলিশ লাইনের এসআই শৈলেন জানান, লালমনিরহাট-রংপুর মহাসড়কের এয়ারপোর্ট এলাকায় নাজমুলকে মুমূর্ষু অবস্থায় পড়ে থাকতে দেখে টহল পুলিশ তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এসময় নাজমুল পুলিশকে জানায় তাকে চলন্ত ট্রাক থেকে ফেলে দেয়া হয়েছে।


বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৭/মাহবুব

 

আপনার মন্তব্য

up-arrow