Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ১৭:৩৮

শিশু কল্যাণে ঠাকুরগাঁওয়ে দু'দিনব্যাপী জনসমাবেশ

আব্দুল লতিফ লিটু, ঠাকুরগাঁও :

শিশু কল্যাণে ঠাকুরগাঁওয়ে দু'দিনব্যাপী জনসমাবেশ

শিশু কল্যাণের বিষয় নির্ধারণ ও কর্মপরিকল্পনা প্রণয়নে দুইদিনব্যাপী এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইসডিও প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিক এ সমাবেশ শেষ হয়। অনুষ্ঠানে ঠাকুরগাঁও এডিপি, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিয়াকত আলী। এডিপি ম্যানেজার লিওবার্ড চিসিমের সভাপতিত্বে সমাবেশের মূল সঞ্চালক ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের রংপুর বিভাগীয় মনিটরিং এন্ড ইভালুয়েশন কো-অর্ডিনেটর সত্যব্রত বিশ্বাস, সহকারী সঞ্চালক ছিলেন বিভাগীয় কমিউনিকেশন এন্ড এডভোকেসি কো-অর্ডিনেটর জামাল উদ্দিন ও কাহারোলের এডিপি ম্যানেজার রঞ্জন রোজারীও। 

এ সমাবেশে সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, স্টার্টাস দলের সদস্য, শিশু, স্থানীয় জনপ্রতিনিধিসহ সুশিল সমাজের নের্তৃবৃন্দ অংশ নেন। সমাবেশে শিশুদের কল্যাণে সমস্যা চিহ্ণিতকরণ ও সমস্যা নিরসনে করণীয় বিষয়ে ব্যাপক আলোচনান্তে ৩ বছরের (২০১৮-২০২০) কর্মপরিকল্পনা প্রণয়নে দলীয় ভাবে সুপারিশমালা তৈরি করা হয়। 

বিডি প্রতিদিন/মজুমদার


আপনার মন্তব্য