Bangladesh Pratidin

প্রকাশ : ৭ মার্চ, ২০১৭ ১৮:২১ অনলাইন ভার্সন
জামালপুরে ৪ শিশুর পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসকের
জামালপুর প্রতিনিধি
জামালপুরে ৪ শিশুর পুনর্বাসনের উদ্যোগ জেলা প্রশাসকের

জামালপুরের অসহায় ৪ শিশুর শিক্ষা ও পুনর্বাসনের  দায়িত্ব নিলেন জামালপুরের জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন খান। ওই ৪ শিশু জামালপুর শহরের মুসলিমাবাদ এলাকার মানসিক প্রতিবন্ধী তমির উদ্দিন দম্পতির সন্তান।

জানা যায়, তাদের বয়স ৪ থেকে ১০ বছর। ক্ষুধার যন্ত্রণায় এই ৪ শিশু শহরের ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খেতো। ক্ষুধার্ত এই ৪ ভাইবোনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে জামালপুরের জেলা প্রশাসক মো: শাহাবুদ্দিন খান এই শিশুদের খাবার ও লেখাপড়ার দায়িত্ব নেন। 

অনেকটা খোলা আকাশের নীচে থাকা এই অসহায় পরিবারটির ঘর তোলার জন্য দুই বান্ডিল টিন, নগদ টাকা ও এক বস্তা চাল, শিশুদের জন্য নতুন জামা কাপড় তুলে দেন। মঙ্গলবার সকালে নিজে উপস্থিত থেকে তিন ভাই-বোনকে স্কুলে ভর্তি করিয়ে দেন। জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান জানিয়েছেন, এই ৪ শিশুকে পুনর্বাসনের সব ব্যবস্থা করা হবে।


বিডি প্রতিদিন/৭ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow