Bangladesh Pratidin

প্রকাশ : ৯ মার্চ, ২০১৭ ০৯:১০ অনলাইন ভার্সন
আপডেট : ৯ মার্চ, ২০১৭ ১৩:৩০
মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত
অনলাইন ডেস্ক
মাদক ব্যবসায়ীদের হামলায় আনসার সদস্য নিহত

ফেনীর ফুলগাজীর বদরপুর ভারত সীমান্তবর্তী এলাকায় মাদক ব্যবসায়ীদের হামলায় নওশের আলী নামে এক আনসার সদস্য নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা নিশ্চিত হওয়া গেছে। 

একই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। তবে তার নাম-পরিচয় পাওয়া যায়নি। 

এছাড়া এই ঘটনায় আহত ম্যাজিস্ট্রেট সোহেল রানা জানান, বিজিবি’র কুমিল্লা জোনের সিওসি আসছেন। ওদিক থেকে আসছে বিজিবিও। পতাকা বৈঠকে মৃত্যুর খবর নিশ্চিত করা হবে। মারা গেলে মরদেহ ফেরত দেওয়া হবে। 

এর আগে, মাদক ব্যবসায়ীদের কোপে আহত হন ফেনী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এসময় আহত হয়েছেন পুলিশ সদস্যসহ আরও ১০ জন। 

তিনি জানান, বুধবার রাত ৯টার দিকে ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বদরপুর সীমান্তের খানাবাড়ী এলাকায় পুলিশসহ তিনি অভিযান চালান। 

এসময় মাদক ব্যবসায়ীরা পুলিশের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পুলিশ ও আনসার সদস্যদের বাঁচাতে গেলে মাদক ব্যবসায়ীরা তাকে কুপিয়ে আহত করেন। তার হাত, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে কোপ লাগে। বর্তমানে তিনি ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

বর্তমানে বদরপুর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। খানাবাড়ী ভারত সীমান্তে হওয়ায় বিজিবি ও পুলিশের অভিযানকালে মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা সেই বাড়িতে অবস্থান নেন। 

সোহেল রানা জানান, মাদক ব্যবসায়ীদের ধরার জন্য বিজিবি বিএসএফ পতাকা বৈঠকের ব্যবস্থা নিয়েছে।

বিডি প্রতিদিন/৯ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow