Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ মার্চ, ২০১৭ ১৭:৩৫
আপডেট : ৯ মার্চ, ২০১৭ ১৭:৩৭

চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপের অভিযোগে তিনজন গ্রেফতার

জামান আখতার, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গায় এসিড নিক্ষেপের অভিযোগে তিনজন গ্রেফতার

চুয়াডাঙ্গার বড় সলুয়া গ্রামে এক গৃহবধুর মুখে এসিড নিক্ষেপের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার বেলা ১টায় সদর উপজেলার বড় সলুয়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।

চুয়াডাঙ্গা সদর থানার এস আই আমির আব্বাস জানান, চুয়াডাঙ্গা সদর উপজেলার বড় সলুয়া গ্রামের সমসের আলীর ২য় স্ত্রী নিলুফার ইয়াসমিনকে (৩৫) লক্ষ্য করে গত শুক্রবার রাতে এসিড নিক্ষেপ করে সমসের আলীর প্রথম স্ত্রী সাইফুন নাহার (৪০)। নিলুফার ইয়াসমিনের বাম চোখে এসিড লাগে। ওই রাতেই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এসিডের কারণে নিলুফারের চোখে বড় ধরণের ক্ষত সৃষ্টি হয়। চিকিৎসা নিয়ে একটু সুস্থ হয়ে আজ বৃহস্পতিবার সকালে নিলুফার চুয়াডাঙ্গা সদর থানায় এসে তার সতিন সাইফুন নাহারসহ তিনজনকে আসামি করে থানায় এসিড অপরাধ আইনের ৫ ও ৭ ধারায় মামলা দায়ের করে। এসিড নিক্ষেপে সহযোগিতা করায় একই গ্রামের আব্দুল ওহাবের দু’ছেলে ওয়াহেদ খান (৪২) ও আরিফ খানকে (৩৬) আসামি করা হয়। মামলা দায়েরের পরপরই পুলিশ গ্রামে অভিযান চালিয়ে তিন আসামিকেই গ্রেফতার করে। আজ বিকেলে চুয়াডাঙ্গা আমলী আদালতের বিচারক চুয়াডাঙ্গার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. এবিএম মাহমুদুল হক আসামিদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন। 

বিডি প্রতিদিন/এ মজুমদার


আপনার মন্তব্য