Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১০ মার্চ, ২০১৭ ১৫:৩৫ অনলাইন ভার্সন
আপডেট :
সৈয়দপুরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সমাবেশ
নীলফামারী প্রতিনিধি:
সৈয়দপুরে শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী সমাবেশ

শুক্রবার সকালে নীলফামারীর সৈয়দপুরে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সহযোগী সংগঠন সততা সংঘের ব্যানারে সকাল ১০ টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয় শহরের প্রধান প্রধান সড়কে।

 

এতে শহরের বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার দেড় সহশ্রাধিক ছাত্র-ছাত্রী দুর্নীতি বিরোধী শ্লোগান সম্বলিত প্লেকার্ড ও ব্যানারসহ অংশ নেয়। এর আগে সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে “দুর্নীতি করবো না, দুর্নীতি মানবো না, দুর্নীতি সইবো না ” শ্লোগানকে সামনে রেখে ছাত্র-ছাত্রীদের দুর্নীতি বিরোধী এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি’র সভাপতি শিল্পপতি লায়ন মো. নজরুল ইসলাম।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মো. আজমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী, দুর্নীতি দমন কমিশন (দুদক) সম্বনিত জেলা কার্যালয় দিনাজপুর এর সহকারী পরিচালক বীর কান্ত রায়, নীলফামারী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আবুল কালাম মো. ফারুক, সৈয়দপুর সরকারি কারিগরি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. শাহ্ মো. আমির আলী আজাদ প্রমুখ।  

সমাবেশের শুরুতেই শিক্ষার্থীদের দুর্নীতি বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। শপথ বাক্য পাঠ করান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার  (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

এ সময় দুদুক সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের সহকারী পরিচালক মো. রাউফুল ইসলাম, নীলফামারী জেলা ও সৈয়দপুর উপজেলা দুর্র্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সকল সদস্যবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন

 

বিডি প্রতিদিন/১০ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow