Bangladesh Pratidin

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭

ঢাকা, শনিবার, ১৯ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১০ মার্চ, ২০১৭ ১৫:৩৮ অনলাইন ভার্সন
আপডেট :
লক্ষ্মীপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও সভা
লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরে দুর্যোগ প্রস্তুতি দিবসের র‌্যালি ও সভা

“দুর্যোগের প্রস্তুুতি সারাক্ষণ, আনবে টেকসই উন্নয়ন” -এ স্লোগান নিয়ে লক্ষ্মীপুরে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস।
জেলা প্রশাসনের আয়োজনে আজ শুক্রবার সকালে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।


সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ মুর্শিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুজ্জামান, জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা বোরহান উদ্দিন, জেলা তথ্য কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন প্রমুখ।   এসময় রেডক্রিসেন্টসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow