Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১১ মার্চ, ২০১৭ ১৪:৫০ অনলাইন ভার্সন
আপডেট :
ফরিদপুরে পিকনিকের বাস খাদে, নিহত ১, আহত ৩৮
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পিকনিকের বাস খাদে, নিহত ১, আহত ৩৮

ফরিদপুর সদর উপজেলার বাহ্মনকান্দা নামক স্থানে শনিবার ভোরে পিকনিকের একটি বাস খাদে পড়ে মফিজুর রহমান নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৮ বাস যাত্রী।

আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে চারজনের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

এলাকাবাসী ও পুলিশ জানায়, এনজিও সংস্থা জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া অঞ্চলের বিভিন্ন অফিসে কর্মরত দেড়শতাধিক কর্মকর্তা-কর্মচারী চারটি বাসে করে পিকনিকে কুয়াকাটায় যায়। পিকনিক শেষে শুক্রবার রাতে বাসগুলো কুষ্টিয়া ফিরছিল। শনিবার ভোরে ফরিদপুরের বাহ্মনকান্দা বাইপাশ সড়কের পাশে গড়াই পরিবহন নামের একটি বাস ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাস যাত্রী জাগরনী চক্র ফাউন্ডেশনের কুষ্টিয়া জোনাল অফিসের ম্যানেজমেন্ট ইনফর্মেশন সিষ্টেম বিভাগের কর্মকর্তা মফিজুর রহমান নিহত হয়। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজিমউদ্দিন আহমেদ জানান, দ্রুতগতিতে চালানোর কারনেই দুর্ঘটনাটি ঘটেছে।  


বিডি প্রতিদিন/১১ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow