Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১১ মার্চ, ২০১৭ ১৭:২৬ অনলাইন ভার্সন
আপডেট :
দিনাজপুরে বৃষ্টিতে আম ও লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা
মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর:
দিনাজপুরে বৃষ্টিতে আম ও লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা
ফাইল ছবি

দিনাজপুরে ফাগুনের প্রথম বৃষ্টিতে আম ও লিচু, ভুট্টা, রসুন ও রবিশস্যের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে বৃষ্টির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল ফুলবাড়ী পৌরশহরের।

গত শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যস্ত ফাগুনের বৃষ্টি ও বাতাস হলে এ পরিস্থিতির সৃষ্টি হয়। শুক্রবার রাত থেকে বৃষ্টি হওয়ায় আজ সকাল থেকেই রাস্তাঘাট, হাট-বাজার ছিল জনশুণ্য। এতে শহরের অনেক দোকান বন্ধ থাকতে দেখা যায়। বৃষ্টিপাতের সঙ্গে চলতে থাকে মৃদু বাতাসও।

অপরদিকে বৃষ্টির কারণে ভোর রাত থেকে ফুলবাড়ী শহরের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে।  বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র বলছেন, বাহিরে ঝড় হওয়ায় জাতীয় গ্রীড থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ফুলবাড়ী শহরে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়নি। ফুলবাড়ি উপজেলার শিবনগর ইউনিয়নের আমচাষী আতিয়ার রহমান বলেন, ফাগুনের বৃষ্টিতে আমের মুকুল ঝড়ে পড়েছে। এতে আমের ক্ষতির আশঙ্কা করছেন তিনি। একইভাবে খাজাপুর গ্রামের আব্দুস সালাম জানিয়েছেন, ফাগুনের বৃষ্টিতে তার লিচুর বাগানের মুকুলের ক্ষতি হয়েছে। তবে কৃষি বিভাগ জানায়, ঝড় না হওয়ায় আম ও লিচুর ক্ষতির তেমন আশঙ্কা নেই। শুকিয়ে যাওয়া অনেক শাকসব্জি ও ইরি-বোরো ক্ষেত পানির পরশ পেয়েছে।  

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

আপনার মন্তব্য

up-arrow