Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৭
প্রকাশ : ১২ মার্চ, ২০১৭ ২২:০০ অনলাইন ভার্সন
আপডেট :
বগুড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় বালতির পানিতে পড়ে শিশুর মৃত্যু

বগুড়ার শেরপুরে শুভগাছা গ্রামে রবিবার দুপুরে বালতির পানিতে পড়ে আড়াই বছরের শিশু জেমি আকতারের মৃত্যু হয়েছে।

জানা যায়, উপজেলার খামারকান্দি ইউনিয়নের শুভগাছা গ্রামের জয়নাল আবদিনের আড়াই বছরের শিশু কন্যা জেমি আকতার রবিবার বেলা সাড়ে ১২টায় বাড়ির আঙ্গিনায় খেলছিল।

জেমির মা ঘরের ভিতরে কাজে ব্যস্ত থাকায় তার খোঁজ নিতে পারেনি। এসময় খেলার ছলে বালতি ভর্তি পানির মধ্যে সে পড়ে যায়। কাজ শেষে তার মা বাইরে এসে দেখে জেমি বালতির মধ্যে পড়ে আছে। পরে শিশুটিকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

up-arrow