Bangladesh Pratidin

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭

ঢাকা, সোমবার, ২১ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৩ মার্চ, ২০১৭ ১৬:১৯ অনলাইন ভার্সন
আপডেট :
ভালুকায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ভালুকায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

ময়মনসিংহের ভালুকায় বাস চাপায় রোমান ভূইয়া (২৮) নামে এক মোটস সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার দুপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার জামিরদিয়া এলাকার নাছিরগস্নাস ফ্যাক্টুরীর সামনে ঘটনাটি ঘটেছে।

 

পুলিশ সূত্র জানায়, নরসিংদির বালিয়াপাড়া এলাকার ইসমাইল ভূইয়ার ছেলে রোমান ভূইয়া বালু ব্যবসার কাজে গফরগাঁওয়ের   উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে যাওয়ার সময় উল্লেখিত স্থানে পৌছলে অজ্ঞাত একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনা স্থলেই তিনি মারা যান। এ সময় তার সাথে থাকা অপর আরোহীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

ডোবা হাইওয়ে পুলিশ ফাঁরির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, লাশ ও মোটর ফাঁরিতে নিয়ে আসা হয়েছে। নিহতের স্বজনদের জানানো হয়েছে।

 

বিডি-প্রতিদিন/ ১৩ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৮

আপনার মন্তব্য

up-arrow