Bangladesh Pratidin

প্রকাশ : ১৩ মার্চ, ২০১৭ ১৮:২৮ অনলাইন ভার্সন
টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার
bd-pratidin

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  

সোমবার সকালে টেকনাফ সাবরাং ইউনিয়নের নাফনদী সংলগ্ন ৩ নং স্লুইচ গেইট আলুগোলা প্রজেক্ট এলাকা থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় বিজিবি কাউকে আটক করা সম্ভব হয়নি।
টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, সেমাবার সকালে ইয়াবা বড় চালান সীমান্তের নাফনদী সংলগ্ন সাবরাং আলোগুলা প্রজেক্ট এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে এমন সংবাদ পেয়ে বিজিবির একটি বিশেষ টহলদল ওই এলাকায় অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে ইয়াবা পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। এসময় তাদের ফেলে যাওয়া বস্থার ভেতর থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্যে ৩ কোটি ৬০ লাখ টাকা। ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে যা পরবর্তীতে ঊধ্বর্তন কর্মকর্তাদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow