Bangladesh Pratidin

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭

ঢাকা, রবিবার, ২২ অক্টোবর, ২০১৭
প্রকাশ : ১৪ মার্চ, ২০১৭ ১২:০২ অনলাইন ভার্সন
আপডেট :
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্যে দিয়ে ফরিদপুরে পল্লীকবি জসীমউদ্দীনের ৪১তম মৃত্যুবার্ষিকী পালন করা হচ্ছে। সকালে শহরতলীর অম্বিকাপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পল্লীকবির বাড়ীর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

 

এসময় জেলা প্রশাসন, জসীম ফাউন্ডেশন, পুলিশ প্রশাসন, আনছারউদ্দিন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে কবির বাড়ির আঙ্গিনায় জেলা প্রশাসন ও জসীম ফাউন্ডেশনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক বেগম উম্মে সালমা তানজিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ মোস্তাফা কামাল, কবির বড় পুত্র ড. জামিল আনোয়ার প্রমুখ।

পল্লী কবি জসীমউদদীন ১৯৭৬ সালের ১৪ মার্চ আজকের এই দিনে ঢাকায় ইন্তেকাল করেন।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

up-arrow