Bangladesh Pratidin

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৪ মার্চ, ২০১৭ ১৫:০৭ অনলাইন ভার্সন
আপডেট : ১৪ মার্চ, ২০১৭ ১৫:০৮
নড়াইলে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা
অনলাইন ডেস্ক
নড়াইলে জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা

জাতীয় শিশু-কিশোর সাংস্কৃতিক প্রতিযোগিতা জেলা পর্যায়ের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নড়াইল ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ফাউন্ডেশনের কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

নড়াইল ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সদর উপজেলা মসজিদের ইমাম মাওলানা আব্দুর রশীদ প্রমুখ।  

নড়াইলে মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে হাম, নাত, কিরাত ও ইসলামি সঙ্গীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় বিভিন্ন মাদ্রাাসার অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/এনায়েত করিম

আপনার মন্তব্য

up-arrow