Bangladesh Pratidin

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭

ঢাকা, মঙ্গলবার, ২২ আগস্ট, ২০১৭
প্রকাশ : ১৪ মার্চ, ২০১৭ ২১:৩১ অনলাইন ভার্সন
আপডেট :
টাঙ্গাইলে ট্রাক চাপায় শিশু নিহত
টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে ট্রাক চাপায় শিশু নিহত

টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর এলাকায় ট্রাকের চাপায় এক শিশু নিহত হয়েছে। আজ বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম রাহাত (৬)। সে গোসাই জোয়াইর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।  

টাঙ্গাইল মডেল থানার ওসি মো. নাজমুল হক ভুইয়া জানান, বিকেলে বালু ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো- ১৬-১৮১০) গোসাই জোয়াইর আটাপাড়া সড়কে রাস্তা পারাপারের সময় শিশুটিকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই নিহত হয়। এ সময় এলাকাবাসী ট্রাকের গতিরোধ করলে ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। ঘাতক ট্রাকটির চালকের নাম মো. শফি মিয়া (৩২)। তার বাড়ি একই এলাকায়।


বিডি প্রতিদিন/১৪ মার্চ ২০১৭/হিমেল

আপনার মন্তব্য

up-arrow