Bangladesh Pratidin

প্রকাশ : ১৬ মার্চ, ২০১৭ ১৮:৪০ অনলাইন ভার্সন
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

আয়োজনের মধ্যে ছিল কেক কাটা, র‌্যালি, আলোচনা সভা ও মধ্যাহ্নভোজ।

রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীমের সভাপতিত্বে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইসলাম, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন।

এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দৈনিক সংবাদের সাব এডিটর আলম হোসেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আঃ আজিজ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খলিল সিকদার (ইনকিলাব) , সিনিয়র সহ সভাপতি মকবুল হোসেন (মাই টিভি), সাত্তার আলী সোহেল, যুগ্ম সম্পাদক এ হাই মিলন (যুগান্তর), জিএম সহিদ (সকালের খবর), এস এম শাহদাত (কালের কন্ঠ), আশিকুর রহমান হান্নান (জিটিভি), আনোয়ার হোসেন (জনতা), মঞ্জুরুল কবির বাবু (করতোয়া), মাহবুব আলম প্রিয় (বণিক বার্তা), সাইফুল ইসলাম (বাংলা নিউজ), রাসেল মাহমুদ (ভোরের ডাক) প্রমুখ।

বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow