Bangladesh Pratidin

ফোকাস

  • দক্ষিণ কোরিয়ার সাংবাদিকদের নিজস্ব পারমাণবিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের অনুমতি দিয়েছে উত্তর কোরিয়া
  • সাতক্ষীরায় বিরল রোগে আক্রান্ত কিশোরী মুক্তামণি বুধবার সকালে মারা গেছে
  • সারা দেশে মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে আট জেলায় 'বন্দুকযুদ্ধে' নিহত ৯
  • যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বলেছেন, ১২ জুন সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠকটিও নাও হতে পারে
  • সুন্দরবনের ৩ জলদস্যু বাহিনীর ৫৭ সদস্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করেছেন
প্রকাশ : ১৭ মার্চ, ২০১৭ ০৩:৪৩ অনলাইন ভার্সন
আপডেট : ১৭ মার্চ, ২০১৭ ০৯:৪৩
বরিশালে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ

বরিশালে বিভিন্ন নদীতে দিনভর অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে নৌ-বাহিনী। জব্দকৃত জাল নগরীর রসুলপুর কোস্টগার্ড স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার হিজলা ও মেহেন্দিগঞ্জ সংলগ্ন মেঘনা, আড়িয়াল খাঁ ও ইলিশা নদীতে অভিযান চালিয়ে ৬৩ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়। 

নৌ-বাহিনীর জাহাজ বিএনএস পদ্মার সাব লেফটেন্যান্ট মো. তাকিম জানান, "বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত মেঘনা সহ বিভিন্ন নদীতে অভিযান চালান তারা। এ সময় প্রায় ৬২ হাজার ৫শ’ মিটার কারেন্ট জাল এবং ৭০০ মিটার বেহুন্দি জাল জব্দ করা হয়।" 

তিনি আরও বলেন, "জব্দকৃত জালের বাজার মূল্য সাড়ে ১৩ লাখ টাকা। সন্ধ্যায় জালগুলো কোস্টগার্ডের রসুলপুর স্টেশনে পুড়িয়ে ফেলা হয়।"

 

বিডি-প্রতিদিন/ ১৭ মার্চ, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১২

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow