Bangladesh Pratidin

ঢাকা, বুধবার, ২২ নভেম্বর, ২০১৭

ঢাকা, বুধবার, ২২ নভেম্বর, ২০১৭
প্রকাশ : ১৯ মার্চ, ২০১৭ ১২:১৬ অনলাইন ভার্সন
আপডেট : ১৯ মার্চ, ২০১৭ ১৮:৩৫
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল:
টাঙ্গাইলে ইউপি চেয়ারম্যানকে গ্রেফতার ও শাস্তির দাবিতে সমাবেশ

ধর্ষণকারীকে অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবিতে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল, মাবনবন্ধন, সমাবেশ ও জেলা প্রশাসক ববাবর স্বারকলিপি প্রদান করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশিল সমাজ।

টাঙ্গাইলের কালিহাতীতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ইউপি চেয়ারম্যান মিল্টন সিদ্দিকীর বিচারের দাবিতে এই কর্মসূচি পালিত হয়।

রবিবার সকালে টাঙ্গাইল শহরের বিবেকানন্দ স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসেখানে মাবনবন্ধন কর্মসুচি পালন করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, টাঙ্গাইল মানবাধিকার সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান আজাদ ও মানবাধিকার কর্মী সেলিনা আক্তার প্রমুখ।
পরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোছাম্মৎ মমতাজ বেগমের কাছে স্বারকলিপি প্রদান করা হয়।

বিডি-প্রতিদিন/এস আহমেদ

আপনার মন্তব্য

এই পাতার আরো খবর
up-arrow