২২ মার্চ, ২০১৭ ১৮:২৫

২০ টাকার জেরে গৃহবধূ খুন; যুবক গ্রেফতার

দিনাজপুর প্রতিনিধি

২০ টাকার জেরে গৃহবধূ খুন; যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও সদরে ২০ টাকার জেরে গৃহবধূ হত্যা মামলার আসামি ইসমাইল হোসেন (২৫) নামে এক যুবককে দিনাজপুর শহর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

বুধবার দিনাজপুর শহরের ফকিরপাড়া ছোট মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-১৩ এর উপ-অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব।

আটক মো. ইসমাইল হোসেন ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

র‌্যাব-১৩ উপ-পরিচালক কোম্পানী অধিনায়ক দিনাজপুর মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, গত ১৯ মার্চ সন্ধ্যায় ইসমাইল হোসেন শহরের একটি চায়ের দোকানে পাওনা টাকার জের ধরে দোকান মালিক আব্দুর রাজ্জাকের স্ত্রী হোসনে আরা বেগম (৫০) হত্যা করে পালিয়ে যায়। র‌্যাব-১৩ দিনাজপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বেলা সাড়ে ১১টায় দিনাজপুর শহরের ফকিরপাড়া ছোট মসজিদের সামনে হতে তাকে আটক করে। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অতিদ্রুত ঠাকুরগাঁও জেলার সদর থানায় হস্তান্তর করা হবে বলে তিনি জানান।    

উল্লেখ্য, এ ঘটনায় ২০ মার্চ হোসেনে আরার স্বামী আব্দুর রাজ্জাক বাদি হয়ে ইসমাইল হোসেনকে (২৫) আসামী করে ঠাকুরগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৫৫।


বিডি-প্রতিদিন/২২ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর