২৩ মার্চ, ২০১৭ ০২:২৫

লক্ষ্মীপুরে জাটকা শিকারের দায়ে ২৬ জেলের জরিমানা

অনলাইন ডেস্ক

লক্ষ্মীপুরে জাটকা শিকারের দায়ে ২৬ জেলের জরিমানা

লক্ষ্মীপুরে মেঘনা নদীতে জাটকা শিকারের দায়ে বুধবার রাতে ২৬ জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত জেলেরা সবাই কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আবুল কাসেম জানান, মেঘনা নদীতে নিষিদ্ধ সময়ে মাছ শিকার করার দায়ে ২৬ জেলেকে আটক করা হয়। আটক জেলেদের রাতে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাদের প্রত্যেকে জরিমানা করেন।

এর আগে সদর উপজেলার মেঘনা নদীর মজু চৌধুরীর হাট, চর রহম‍নী মোহন, কমলনগর উপজেলার মতিরহাট ও বাতির ঘাট এলাকায় মৎস্য বিভাগ ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর