২৩ মার্চ, ২০১৭ ১৮:১৪

ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের প্রীতি ক্রিকেট ম্যাচ

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ সাংবাদিক ক্রীড়া চক্রের প্রীতি ক্রিকেট ম্যাচ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ময়মনসিংহে সাংবাদিক ক্রীড়া চক্রের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। টি-টুয়েন্টি এই ক্রিকেট টুর্নামেন্টে প্রিন্ট মিডিয়া বনাম ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে নগরীর ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। প্রীতি ম্যাচে প্রিন্ট মিডিয়া ৪ রানে জয় তুলে নেয়।

স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এই ক্রিকেট টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুল ইসলাম মো: ওয়ালিদ, জেলা বিএনপি’র সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ, বাংলাদেশ কারিগরি শিক্ষা কল্যাণ সমিতির সভাপতি নাজমুল ইসলাম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম-আহ্বায়ক জাহাঙ্গীর আহমেদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে প্রিন্ট মিডিয়া। ২০ ওভারে ৮ উইকেটে ১১১ রান তুলে নেন তারা। জবাবে ইলেকট্রনিক্স মিডিয়া ব্যাট করতে নেমে ২০ ওভারে ১০৭ রান করেন। উইকেট হাতে রেখেও ৫ রানে হেরে যায় ইলেকট্রনিক্স মিডিয়া। পরে প্রধান অতিথি ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান বিজয়ী এবং রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন। খেলায় সময় টিভির ব্যুারো প্রধান হারুন-অর-রশিদ  এবং প্রথম আলোর আলোকচিত্রী জগলুল পাশা রুশো ম্যান অব দ্যা ম্যাচ ও দৈনিক লোকলোকান্তরের ফাহিম সর্বোচ্চ রানের মালিক নির্বাচিত হন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর