২৪ মার্চ, ২০১৭ ১১:৩৮

বাড়ির মালিকের কাছ থেকে তথ্য নিয়েই অভিযান

অনলাইন ডেস্ক

বাড়ির মালিকের কাছ থেকে তথ্য নিয়েই অভিযান

সিলেট মহানগরের দক্ষিণ সুরমা থানার শিববাড়ি এলাকায় 'জঙ্গি আস্তানা' সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত থেকে পাঁচতলা বাড়িটি ঘিরে রাখা হয়। মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকনউদ্দিন আহমদ জানিয়েছেন, বাড়ির মালিকের কাছ থেকে ভাড়াটেদের তথ্য নেয়ার পর এ অভিযান শুরু করা হয়েছে। 

বাড়ির মালিকের কাছ থেকে পাওয়া তথ্য অনুসারে পুলিশ নিশ্চিত হয়, বাড়ির নিচতলায় জঙ্গিরা অবস্থান করছে। এরপর বাড়িটি ঘিরে ফেলা হয়। ভবনের প্রধান ফটক আটকে রাখা হয়েছে। আতিয়া মহল নামের পাঁচতলা ভবনটিতে মোট ১২টি পরিবার আছে। পুলিশের দাবি, বাড়ির নিচতলার ফ্ল্যাটে সন্দেহভাজন জঙ্গিরা অবস্থান করছে। 

পুলিশ বলছে, বাড়ির ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে। পরে ফাঁকা গুলি ছুড়েছে পুলিশ। ভবনটির দিকে যাওয়ার দুটি সড়ক জনসাধারণের চলাচলের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। পুলিশ আশপাশের ভবনের ছাদে উঠে অস্ত্র তাক করে সতর্ক অবস্থানে রয়েছে।

 

বিডি প্রতিদিন/২৪ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর