২৪ মার্চ, ২০১৭ ১৯:২৩

হাকিমপুরে মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ২৩ নারী

মো. রিয়াজুল ইসলাম, দিনাজপুর:

হাকিমপুরে মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে ২৩ নারী

মাদক মুক্ত করতে পুলিশের অভিযানের ফলে আলোর পথে ফিরে এলো ২৩ নারী। হাকিমপুরের হিলিতে মাদক ও চোরাচালান ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় ওই ২৩ নারীকে দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন দিয়েছে পুলিশ। হাকিমপুর থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে এ আত্মসমর্পন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিজানুর রহমান, কমিউনিটি পুলিশিং হাকিমপুরের সমন্বয়ক আজিজুর রহমান, পৌর মেয়র জামিল হোসেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন উর রশীদ প্রমুখ।
পরে হিলির বিভিন্ন এলাকার ২২ মাদক ব্যবসায়ী পুলিশ সুপার হামিদুল আলমের কাছে আত্মসমর্পন করে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য অঙ্গিকারনামা দিয়ে আবেদন করেন।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে দিনাজপুরের পুলিশ সুপার হামিদুল আলমের কাছে স্বাভাবিক জীবনে ফিরার অঙ্গীকারনামা দিয়ে আত্মসমর্পণ করেছিলেন ওই ২৩ জন নারী। পরে তাদের দর্জি বিজ্ঞান প্রশিক্ষণ দেওয়া হয়। তারা সবাই দীর্ঘদীন ধরে মাদক ও চোরাচালান ব্যবসা করে আসছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর