২৪ মার্চ, ২০১৭ ১৯:৩৬

বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:

বঙ্গবন্ধুর ছোট বোন আমেনা বেগমের মৃত্যুবার্ষিকী পালিত

ফাইল ছবি

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট বোন ও সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মীণি আমেনা বেগমের ১২তম মৃত্যু বার্ষিকী দিনভর নানা আয়োজনে পালিত হয়েছে। আমেনা বেগম স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি'র মা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফু। মৃত্যু বার্ষিকী উপলক্ষে মরহুমার রুহের মাগফেরাত কামনায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামে হাসনাত আবদুল্লাহ’র বাড়িতে আজ শুক্রবার দিনভর কোরানখানী, দোয়া-মোনাজাত এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

এতে হাসানাত আবদুল্লাহ এমপি এবং তার পরিবারের সদস্যরা ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, শেখ টিপু সুলতান এমপি, পংকজ নাথ এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান মো. মইদুল ইসলাম, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এসএম ইমামুল হক, রেঞ্জ ডিআইজি শেখ মোহাম্মদ মারুফ হাসান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এসএম রুহুল আমীন, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জামান, পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, দক্ষিনাঞ্চলের বিভিন্ন উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর