২৪ মার্চ, ২০১৭ ২২:০৯

লালমনিরহাটে ৫ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ে

রেজাউল করিম মানিক, লালমনিরহাট:

লালমনিরহাটে ৫ এতিম কন্যার যৌতুকবিহীন বিয়ে

ইসলামিক এইড বাংলাদেশের সত্বাবধয়নে আইএই্চএইচ তুর্কী’এর সার্বিক সহযোগিতায় কুড়িগ্রাম জেলার দুইটি ও লালমনিরহাটের তিনটি মোট ৫টি এতিম ও অসহায় পরিবারের ৫ কন্যার যৌতুকবিহীন বিবাহ অনুষ্ঠিত হয়। আজ শুক্রবার দুপুর ২টায় লালমনিরহাট জেলা পরিষদ অডিটরিয়ামে স্থানীয় জেলা ও উপজেলা প্রশাসনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিবাহ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে প্রত্যেক দম্পত্তিকে পোশাক, স্বর্ণালংকার ও আসবাবপত্র প্রদান করা হয়। এছাড়া দম্পত্তিকে আত্মনির্ভরশীল করে তোলার জন্য সংস্থার পক্ষ থেকে দুগ্ধজাত গাভী ও সেলাই মেশিনসহ অন্যান্য সামগ্রীও প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে অডিটরিয়াম হল রুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক এইড বাংলাদেশের সেক্রেটারী এএফএম সোলায়মান চৌধুরী। আমন্ত্রিত অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রেজাউল আলম সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলওয়ার হোসেন ও লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ইসলামিক এইড বাংলাদেশের সহকারী সেক্রেটারী নওশাদ আলী ফরহাদ, সংগঠনের ট্রেজারার মো: আবুল হোসাইন চৌধুরী,  লালমনিরহাটের সমাজ সেবক নিয়াজ আহমেদ রেজা ও রেনায়েল আলমসহ জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এ মজুমদার 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর