২৫ মার্চ, ২০১৭ ১৪:৪১

কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি



কালকিনিতে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মাদারীপুরের কালকিনিতে ভাবগম্ভীর পরিবেশে গণহত্যা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে কালকিনি উপজেলা ও পৌর আওয়ামী লীগসহ সকল সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হয়। 

পরে একটি শোভাযাত্রা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপকা তাহমিনা সিদ্দিকীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, মাদারীপুর জেলা আওয়ামী লীগ নেতা সরদার লোকমান হোসেন ও পৌর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আবুল বাশার।

অপরদিকে, উপজেলার শিকার মঙ্গল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগেও আলোচনা সভার আয়োজন করা হয়। মিয়ার হাটে শিকার মঙ্গল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড কার্যালয়ে ইউনিয়ন কমান্ডার আবদুল মান্নানের সভাপতিত্বে বক্তব্য দেন যুদ্ধকালীন কমান্ডার আবদুর রহিম, মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী, মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনসার উদ্দিন মৃধা, শিক্ষক ফজলুল হক পাইক প্রমুখ।

বিডি প্রতিদিন/২৫ মার্চ, ২০১৭/ফারজানা

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর