২৬ মার্চ, ২০১৭ ০৮:৩৫

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

লক্ষ্মীপুরে শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মহান স্বাধীনতা  ও জাতীয় দিবস উদযাপিত হচ্ছে।

দিবসটি উপলক্ষে রবিবার সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনি শেষে পুস্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, জেলা পরিষদ চেয়ারম্যান শামছুল ইসলাম, স্থানীয় প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

পরে বাগবাড়ীস্থ গনকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত এবং পুস্পস্তবক অর্পণ করা হয় । 
একই সময়ে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয় । 

এছাড়া জেলা প্রশাসক কর্তৃক সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন সংগঠনের উদ্যোগে কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনসহ দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। 
  

বিডি প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর