২৬ মার্চ, ২০১৭ ১০:৩০

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

অনলাইন ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

বিভিন্ন কর্মসুচীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস পালিত হচ্ছে। আজ সকালে জেলা স্টেডিয়ামে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুরু হয়। 

সুর্যোদয়ের সাথে সাথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বঙ্গবন্ধু প্রতিকৃতিতে মুক্তিযোদ্ধা সংসদ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক সংগঠন ও বিভিন্ন প্রতিষ্ঠান পুস্পার্ঘ অর্পণ করে।

এসময় সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হাসান, পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল হক, মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিনসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান শহীদদের স্মরণে পুস্পার্ঘ অর্পণ করেন। 

সকালে জেলা স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ পরিদর্শন, আলোচনা সভা, মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

দিবসটি উপলক্ষে প্রতিটি উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।


বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর