২৬ মার্চ, ২০১৭ ১২:৩৭

খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়িতে শ্রদ্ধা ও ভালোবাসায় বীর শহীদদের স্মরণ

শ্রদ্ধা ও ভালোবাসায় মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের স্মরণ করেছে খাগড়াছড়ির বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। দিনটি উপলক্ষে রবিবার সকালে ৩১ বার তোপধ্বনি দেয় জেলা পুলিশ। পরে শহরে চেঙ্গী স্কোয়ার এলাকায় অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পন করা হয়। 

শুরুতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান যতীন্দ্র লাল ত্রিপুরা, স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার মোঃ আলী, খাগড়াছড়ি পৌরসভার মেয়র রফিকুল আলম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমা পুস্পমাল্য অর্পণ করেন।

এছাড়া খাগড়াছড়ি সিভিল সার্জন, খাগড়াছড়ি বন বিভাগ, প্রেসক্লাব, জাবারাং, খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন, রেড ক্রিসেন্টসহ অন্যান্য সরকারী বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন পুষ্পমাল্য অর্পণ করেন। এর আগে স্মৃতিসৌধে খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রইছ উদ্দিন জাতীয় পতাকা উত্তোলন করেন।

 


বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর