২৬ মার্চ, ২০১৭ ১৪:০৪

মেহেরপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুরে নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। আজ রবিবার প্রত্যুশে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে ৩১ বার তপোধ্বনির মাধ্যমে দিবসের সূচনা হয়। 

সকাল ৬ টায় শহরের কলেজ মোড়ে অবস্থিত স্মৃতিসৌধে জেলা প্রশাসক পরিমল সিংহ, পুলিশ সুপার আনিছুর রহমান, মেহেরপুর-১ আসনের এমপি অধ্যাপক ফরহাদ হোসেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল স্মৃতিসৌধে পুষ্পামাল্য অর্পণ করেন। 

পরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ শহীদ বেদীতে পুষ্পামাল্য অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। 

এছাড়াও সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়ামে পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস,  বিএনসিসি, রোভার, বয় স্কাউটস, গার্লস গাইডস, কাব ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ, শরীর চর্চা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণীসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। 

 

বিডি প্রতিদিন/২৬ মার্চ ২০১৭/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর