২৬ মার্চ, ২০১৭ ১৮:২১

নেত্রকোনায় স্বাধীনতা দিবসে শিশুদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্বাধীনতা দিবসে শিশুদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠ

শিশুদের কাছে বীরত্বগাথা ইতিহাস তুলে ধরার মধ্য দিয়ে নেত্রকোনায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষে রবিবার বেলা ১১টায় নেত্রকোনা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিশুদের জন্য এক আলোচনা সভার আয়োজন করা হয়। স্কুলটির শিক্ষক সমিতির উদ্যোগে ৯ম শ্রেণির কক্ষে প্রধান শিক্ষক এটিএম মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় শিশুদেরকে মুক্তিযোদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা সাবেক শিক্ষক অঞ্জন ভদ্র, মুক্তিযোদ্ধা ডা. মোহাম্মদ আলী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সানাওয়ার হোসেন ভূঁইয়া। তারা বিভিন্ন যুদ্ধের বর্ণনা তুলে ধরেন শিক্ষার্থীদের সামনে। এসময় মনোমুগ্ধ হয়ে শিক্ষার্থীরাও স্বাধীনতা যুদ্ধের ইতিহাস শুনে। 

এছাড়াও নেত্রকোনা জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগের অংগসংগঠনসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান ও অন্যান্য রাজনৈতিক সামজিক সংগঠনের নেতৃবৃন্দ সাতপাই স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করে। পরে মোক্তাপাড়া মাঠে জেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শিত হয়। এ সময় অভিবাধন গ্রহণ করেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান ও পুলিশ সুপার জয়দেব চৌধুরী। এদিকে মদন উপজেলায় ৯০ এর গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা শফি আহমেদের নের্তৃত্বে মদন উপজেলায় র‌্যালি করে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। 


বিডি-প্রতিদিন/২৬ মার্চ, ২০১৭/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর