২৬ মার্চ, ২০১৭ ২০:১৪

বগুড়ায় নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় নানা কর্মসূচিতে স্বাধীনতা দিবস পালিত

নানা কর্মসূচিতে বগুড়ায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে আওয়ামী লীগ ও বিএনপি।

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ৭টায় জাতীয় এবং দলীয় পতাকা উত্তোলন, সাড়ে ৭টায় বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও সকাল সাড়ে ৮টায় র‌্যালি শেষে শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে বগুড়া শহরের সাতমাথাস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মমতাজ উদ্দীন। বক্তব্য রাখেন মজিবর রহমান মজনু, ডা. মকবুল হোসেন, অ্যাড. আব্দুল মতিন, অ্যাড. আমানুল্লাহ, রাগেবুল আহসান রিপু, টি জামান নিকেতা, প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, অ্যাড. তবিবর রহমান তবি, অ্যাড. সাইফুল ইসলাম, অ্যাড. জাকির হোসেন নবাব, সুলতান মাহমুদ খান রনি, শফিকুল আলম আক্কাস, কামরুন্নাহার পুতুল, মাশরাফী হিরো, আলরাজি জুয়েল প্রমুখ।

এদিকে জেলা বিএনপির আয়োজনে নবাববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে স্বাধীনতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চান, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা মো. শোকরানাসহ দলীয় নেতৃবৃন্দ। এর আগে সকালে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।


বিডি-প্রতিদিন/এস আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর