২৭ মার্চ, ২০১৭ ১৫:৪৫

জমি নিয়ে বিরোধ, বাকবিতণ্ডার সময় একজনের মৃত্যু

চৌদ্দগ্রাম প্রতিনিধি

জমি নিয়ে বিরোধ, বাকবিতণ্ডার সময় একজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে রুহুল আমিন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রবিবার বিরোধী পক্ষের সঙ্গে বাকবিতন্ডার সময় হঠাৎ মৃত্যু হয় তার।

মৃত রুহুল আমিন উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের মধ্যমপাড়ার হাজী চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় রবিবার রাতে কবির হোসেন নামের একজনকে পুলিশের নিকট সোপর্দ করেছে স্থানীয়রা। 

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে রুহুল আমিনের সাথে পাশ্ববর্তী মৃত আবদুল আজিজের ছেলে কবির হোসেনের (৫০) সম্পত্তি নিয়ে বিরোধে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এসময় রুহুল আমিন মাটিতে লুটিতে পড়ে। পরে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল জানান, জমি নিয়ে বিরোধে দুইপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। তবে রুহুল আমিন কিভাবে মারা গেছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগ পর্যন্ত বলা যাবে না। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করা হয়েছে। 

কবির নামের একজনকে এলাকাবাসী আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে বলেও জানান তিনি।   

বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর