শিরোনাম
২৭ মার্চ, ২০১৭ ১৬:১৯

সাতক্ষীরায় ১০ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় ১০ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় বাইপাস সড়কের মূল নকশা অনুযায়ী বাস্তাবায়ন, রাস্তা সংস্কার, বেতনা, কপোতাক্ষ, মরিচ্চাপ, প্রাণসায়েরসহ সকল খাল পুনঃখনন, সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন, রেল লাইন নির্মাণ, শহরে রিকশা ভ্যান উচ্ছেদ বন্ধ, জলাবদ্ধতা নিরসনসহ ১০ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ সোমবার বেলা ১১টার দিকে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

জেলা নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক আনিসুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদস্য সচিব আবুল কালাম আজাদ, জাসদ নেতা ওবাদুস সুলতান বাবলু, দক্ষিণের মশালের সম্পাদক আশেক-ই- এলাহী, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, অ্যাডভোকেট ফাইমুল হক কিসলু আলিনুর খান বাবুল প্রমুখ।

বক্তারা বলেন, সাতক্ষীরার রাস্তাঘাট চলাচলের অনুপোযোগঅ হয়ে পড়েছে। কোথাও কোনো রাস্তা ভালো নেই। সাতক্ষীরা এখন ধুলার শহরে পরিণত হয়েছে। বাইপাস সড়ক যদি মূল নকশা অনুযায়ী না হয় তাহলে সাতক্ষীরাবাসীর স্বপ্ন বাস্তবায়ন হবে না। বক্তরা সরকারের কাছে ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য আহ্বায়ন জানান।

বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর