২৭ মার্চ, ২০১৭ ১৬:৪৩

নেত্রকোনায় পারিবারিক শান্তি সুরক্ষায় নারীর ভূমিকা শীর্ষক মত বিনিময়

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় পারিবারিক শান্তি সুরক্ষায় নারীর ভূমিকা শীর্ষক মত বিনিময়

নেত্রকোনায় 'পারিবারিক শান্তি সুরক্ষায় নারীর ভূমিকা' শীর্ষক এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দুপুরে স্থানীয় স্বেচ্ছাসেবক সংগঠন জনউদ্যোগ আয়োজিত মোক্তারপাড়া দুর্বার গোষ্ঠী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। 

বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন আক্তার। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক তাহেজা বেগম, জনউদ্যোগের ফেলো শ্যামলেন্দু পাল, ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশনের সভাপতি ম কিবরিয়া হেলিম, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক আলপনা বেগম, প্রকৃতি বাঁচাও আন্দোলনের সভাপতি তানভীর জাহান চৌধুরী, যুবলীগ নেত্রী অনিতা নন্দী প্রমুখ। 

এসময় সভায় বিভিন্ন নারী সংগঠনসহ রাজনৈতিক সামজিক নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা পারিবারিক শান্তি সুরক্ষায় শুধু নারী নয় পুরুষকেও সমানতালে ভূমিকা রাখার আহ্বান জানান। 

বিডি প্রতিদিন/২৭ মার্চ ২০১৭/এনায়েত করিম 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর